ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৩:৩৬ পূর্বাহ্ন

ইউনুস সরকার  ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে

ইউনুস সরকার  ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে

অন্তবর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে মবের রাজত্ব বানিয়ে বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছে।  আগের ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা মুক্তি আনতে পারে নাই, তারা ফেল করেছে। আর এই এক বছরের অন্তবর্তীকালীন সরকার ৩৩ মার্কস পেয়েও পাশ করে নাই। তিনি মব সন্ত্রাসদের প্রশ্রয় দাতা হয়েছেন। এই সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।

single-ad-main-1

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিপিবির ঝিনাইদহ একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বরে এ সম্মেলনের আয়োজন করেন সিপিবির জেলা কমিটি।

সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা একটা গণঅভ্যুত্থান করলাম কিন্তু এখন বৈষম্য তো আকাশচুম্বী। তিনি বলেন, ‘আমাদের আন্দোলন ছিল আমরা আমাদের ভোটাধিকার, সব গণতন্ত্র, অধিকার প্রতিষ্ঠা করবো এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়বো। কিন্তু আজ এক বছর এক মাসের মাথায় এসে আমাকে খুব ক্ষোভের সাথে বলতে হচ্ছে, ড. ইউনূস সরকার (অন্তবর্তীকালীন সরকার) তিনি যে ক্ষমতায় আছেন মানুষের মর্যাদা কি রক্ষা করছেন।? রক্ষা তো করছেন না এমনকি কবরেও শান্তি নাই। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে আর ইউনূস সাহেব বিবৃতি দেয়, নিন্দা করে। আমি তাকে তীব্র ঘৃণা জানাই।’

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বিদেশে পাচারকৃত কোনো টাকায় আনা হয় নাই বরং নতুন সন্ত্রাসী মববাজদের আবির্ভাব এই বাংলাদেশ হয়েছে। আজকে তাই পরিষ্কার করি বলি ইউনুস সাহেব দেশটাকে মবের রাজত্ব বানিয়ে ফেলেছেন। এই জন্য তো আমরা জীবন দিই নাই।’

single-ad-main-2

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বাম গণতান্ত্রিক জোটের এই নেতা বলেন, ‘আপনি মব সন্ত্রাস দমন করতে পারেন নাই মব সন্ত্রাসদের প্রশ্রয় দাতা হয়েছেন। যারা ক্রিমিনাল তাদেরকে প্রতিহত করতে পারেন না শুধু বিবৃতি দেন। আপনি বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছেন।’
তিনি বলেন, ‘এটা আমরা চাই না। অতএব ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার এই সরকারের নেই। তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার কাজে ফিরে যান।’

সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘বাংলাদেশটা হয়েছে ৬ ফুটের রাজত্ব ৪ ফিট তিন ফুটের রাজত্ব নাই। তাহলে ৪ ফিট তিন ফিট এমনি বড় হবে না তাদের পাশে এসে তাদেরকে বড় করতে হবে। আজকে বাংলাদেশের ছয় ফুটের সাথে প্রতিযোগিতা করতে হলে আমাদেরও ছয় ফুটে রূপান্তর হয়ে আসতে হবে। এটা আমরা এই কয়জন লাল পতাকা দিয়ে খালি বাম জোটের এই কয়জন দিয়ে পারবো না। যদি ঝিনাইদহের সাধারণ মানুষ আমাদের সাথে আসে
তাহলে কেবলমাত্র আমরা বড় হয়ে অন্যদেরকে পরাস্ত করে বাংলাদেশকে শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ।’

ঝিনাইদহ জেলা সিপিবির একাদশ সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন কমিউনিস্ট পার্টি’র প্রবীণ নেতা কমরেড আবু কালাম আজাদ। জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, সহকারী সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কাজী ফারুক, জেলা কমিটির সদস্য কমরেড সুজন বিপ্লব, কমরেড তোফাজ্জেল হোসেন লস্কর প্রমুখ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ