
এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার জন্য জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
হংকং চায়নার বিপক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মাঠে নামার আগে এই বাস্তবতা কোচ হাভিয়ের ক্যাব্রেরার চোখে স্পষ্ট।
বাংলাদেশ দল বর্তমানে ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে অবস্থান করছে। পরবর্তী তিনটি ম্যাচ জিতলেই ১০ পয়েন্টে পৌঁছে দলের সম্ভাবনা জাগতে পারে, তবে গ্রুপের অন্যান্য দলগুলোর ফলাফলও নজরে রাখতে হবে। বিশেষ করে হংকং যেন সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে জয়ী না হয় এবং ভারতকে বাংলাদেশকে হারাতে হবে।
ম্যাচে একাদশ নিয়ে ইতিমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদকে দ্বিতীয়ার্ধে নামানো হলে দৃশ্যপট বদলে গেছে। পরবর্তী ম্যাচের একাদশে তাদের অন্তর্ভুক্তির দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
এদিকে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটি কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। আগের ম্যাচ টি-স্পোর্টসে সরাসরি দেখানো হলেও, আজকের খেলা ২৫ টাকা খরচে সাবস্ক্রিপশন নিয়ে অনলাইনে বঙ্গবিডিতে দেখা যাবে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এখন টিকে থাকার লড়াইয়ে দলকে সমর্থন জানাতে প্রস্তুত।
দেশপক্ষ/ এমএইচ