ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন অধ্যায়। ওয়ানডে দলে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ২৬ বছর বয়সী এই ওপেনার প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব করতে যাচ্ছেন, তাও আবার এমন এক দলে যেখানে আছেন দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলি।
রোববার (১৯ অক্টোবর) পার্থের অপ্টাস স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই শুরু হবে ভারতের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অভিযানের প্রস্তুতি। সেই লক্ষ্যেই টিম ইন্ডিয়ায় শুরু হয়েছে রূপান্তরের প্রক্রিয়া। টেস্ট থেকে অবসর নেওয়ার পর রোহিত-কোহলি এখন দলের অংশ হিসেবে থাকলেও নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে তরুণ গিলের হাতে।
তবে সিনিয়র দুই ক্রিকেটারের উপস্থিতি গিলের জন্য চাপের নয়, বরং এক বিশাল সহায়তা। পার্থে প্রথম ওয়ানডের আগের দিন সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে গিল জানান, রোহিত ও কোহলির সঙ্গে তার সম্পর্ক আগের মতোই উন্মুক্ত ও সহজ। তিনি বলেন, আমার মনে হয় বাইরে থেকে যে গল্পটা বলা হয়, সেটা ভিন্ন। কিন্তু আমাদের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। সবকিছু আগের মতোই আছে, আর সেটাই সবচেয়ে সহায়ক।
অভিজ্ঞ দুই ক্রিকেটারের অভিজ্ঞতা থেকে নিয়মিত শিখে চলেছেন বলেও জানান তিনি, যে কোনো সময়, ওদের অভিজ্ঞতা, ওরা যা শিখেছে হোক সেটা পিচ পড়া বা ম্যাচ পরিস্থিতি বোঝা আমি গিয়ে ওদের জিজ্ঞেস করি, এই অবস্থায় ওরা থাকলে কী করত।’
রোহিত-কোহলিকে একসময় আইডল হিসেবে দেখা গিলের কাছে তাদের নেতৃত্ব দেওয়া নিঃসন্দেহে একটি সম্মানের ব্যাপার। গিল বলেন,
‘অবশ্যই, এরা সেই ধরনের খেলোয়াড় যাদের আমি ছোটবেলায় আদর্শ মানতাম। তাদের ক্ষুধা, সাফল্যের জন্য তীব্র তাড়না আমাকে অনুপ্রাণিত করত। এমন কিংবদন্তিদের নেতৃত্ব দেওয়া আমার জন্য বিরাট সম্মানের বিষয়।
ভারতীয় ওয়ানডে ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার লক্ষ্যও ব্যক্ত করেছেন গিল। বললেন,ধোনি, বিরাট আর রোহিত তাদের রেখে যাওয়া ঐতিহ্যকে বহন করা আমার জন্য বিশাল দায়িত্ব। আমি রোহিত ও বিরাট দু’জনের সঙ্গেই অসংখ্যবার আলোচনা করেছি যে কীভাবে দলকে এগিয়ে নেওয়া যায়।
অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে তরুণ নেতৃত্ব, অভিজ্ঞ সিনিয়র এবং ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
রোববার (১৯ অক্টোবর) পার্থে বাংলাদেশ সময় সকাল ১১টা ২০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
দেশপক্ষ/ এমএইচ









