
বিশ্ব ফুটবলে অন্যতম পরাশক্তি ব্রাজিলকে ৯ বছরে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়লো এশিয়ান জায়ান্ট জাপান। এর আগে দুই দলের ১৩ দেখায় কখনওই ব্রাজিলের বিপক্ষে জয় পায়নি জাপান। সর্বোচ্চ সাফল্য ছিল মাত্র দুটি ড্র। তবে ২০২৫ সালের অক্টোবর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেই ইতিহাস বদলে দিল তারা। ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রথম জয় তুলে নিল জাপান, যা উভয় দলের জন্যই ঐতিহাসিক এক মাইলফলক।
এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে সফর শুরু করেছিল কার্লো আনচেলত্তির দল। কিন্তু পরের ম্যাচেই জাপানের বিপক্ষে হোঁচট খায় তারা। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে ম্যাচ হারে ব্রাজিল।
এ হারের বড় প্রভাব পড়ে ফিফা র্যাঙ্কিংয়েও। ২০১৬ সালের আগস্টের পর এবারই প্রথম ব্রাজিল র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে নেমে গেছে, যা গত ৯ বছরের মধ্যে তাদের সর্বনিম্ন অবস্থান। সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৭৫৮.৮৫ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে সেলেসাওরা। এর আগে তারা কখনও ছয়ের নিচে নামেনি।
বিশ্বকাপ বাছাইপর্বেও ব্রাজিলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। কনমেবল অঞ্চলে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে তারা শেষ করে পঞ্চম স্থানে। ৫১% সাফল্যের হার নিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিলেও, এটি তাদের বাছাই ইতিহাসে সর্বনিম্ন সাফল্যের হার। এর আগে সর্বনিম্ন ছিল ২০০২ বিশ্বকাপের আগে, ৫৫.৬ শতাংশ।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক ধাপ পিছিয়ে তৃতীয় হয়েছে ফ্রান্স। এরপর যথাক্রমে রয়েছে ইংল্যান্ড (৪), পর্তুগাল (৫), নেদারল্যান্ডস (৬), ব্রাজিল (৭), বেলজিয়াম (৮), ইতালি (৯) ও জার্মানি (১০)।
বাংলাদেশের জন্যও এসেছে খুশির খবর। ফিফা র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করে ১৮৪ থেকে ১৮৩তম স্থানে উঠে এসেছে জামাল ভূঁইয়ারা। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে ৪-৩ গোলে হারলেও, অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলের ড্র করে পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। হংকং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকায় এই ড্রই র্যাঙ্কিংয়ে উন্নতির কারণ হয়েছে।
দেশপক্ষ/ এমএইচ









