
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হাসান মাহমুদ তার ফেসবুক পোষ্টে লেখেন, গত ১৬ বছরে তিল তিল করে সাজানো দেশটাকে পরিকল্পিতভাবে শেষ করে দিচ্ছে ।
তিনি আরও লেখেন, এদেশের মানুষের শ্রম গাম ও পরিশ্রমের টাকায় এই অবকাঠামাগুলো বিগত সরকার জনগণের কল্যাণের জন্যই নির্মাণ করেছিলেন ইউনূস এবং তার বডবাহিনী হিংসা পরাণ হয়ে পরিকল্পিতভাবে আজকের দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে শিল্প কলকারখানা মেইল ফ্যাক্টরি গুলো কে জ্বালিয়ে পুড়িয়ে লুটপাটের মাধ্যমে শেষ করে দিচ্ছে।
হাসান মাহমুদ তার পোষ্টে বলেন, আজ এই অবৈধ সরকারের কারণে দেশের জনগণের ভবিষ্যত হুমকির মুখে। কর্মসংস্থান থেকে শুরু করে সব জায়গা ধ্বংস করে দিয়েছে।
দেশপক্ষ/ এমএইচ









