ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১:১৪ অপরাহ্ন

ফের ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের সংঘর্ষ

ঢাকার সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে।

single-ad-main-1

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মা’রধরের ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধা’ওয়ার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ আহত হননি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা অবশ্য দাবি করেছেন, তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা মোড়ে এলেও কোনো সংঘর্ষ ঘটেনি এবং পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

single-ad-main-2

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ