
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ উপদেষ্টাদের পদত্যাগ ও দমন-পীড়নের বিরুদ্ধে রাজধানীর ঢাকার অন্তত ৩৫ টি স্থানে একযোগে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যু্বলীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

আজ ২১ অক্টোবর মঙ্গলবার সকালের রাজধানীর বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলটির হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।জানা যায়- রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান, বায়তুল মোকাররম, জাতীয় স্টেডিয়াম, জয়কালী মন্দির, যাত্রাবাড়ী, মৎস্য ভবন, আশপাশে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিলে অংশ নেয়। এছাড়া আব্দুল্লাহপুর, ধানমন্ডি রাসেল স্কয়ার, কলাবাগান, আগারগাঁও, এলিফ্যান্ট রোড, কুর্মিটোলা, মিরপুর কাজিপাড়া, গাবতলী, পান্থপথ, উত্তরা জসীম উদ্দিন, খিলক্ষেত এলাকায়ও পৃথক পৃথক মিছিল অনুষ্ঠিত হতে দেখা গেছে।

বিক্ষোভ মিছিল থেকে অন্তবর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে অনতিবিলম্বে প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ উপদেষ্টাদের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির নেতাকর্মীদের নামে হওয়া সকল মামলা প্রত্যাহার ও দমন-পীড়ন বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। না হলে দূর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে বিতারিত করার হুশিয়ার দেয়া হয়।