
গাজীপুর মহানগরের কাশিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মনির হোসেন (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) রাত সোয়া ১২ টায় মাধবপুর তেঁতুলতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, মনির হোসেন (৩৭) গাজীপুর মহানগরের কাশিমপুরের মাধবপুর এলাকার রজব আলী মোল্লার ছেলে। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুরের চক্রবর্তী এলাকায় নাশকতার অভিযোগে তার নামে মামলা হয়।
কাশিমপুর থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামান জানান, মনির হোসেন ১ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বুধবার রাত সোয়া ১২ টায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশপক্ষ/ এমএইচ