ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন

আইসিটি চেয়ারম্যান বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (ICT-1)-এর চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারকে ঘিরে রাজনৈতিক পক্ষপাত ও বিচার বিভ্রাটের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে তিনি বিচারকের নিরপেক্ষতার শপথ ভেঙে রাজনৈতিক বিবেচনায় বিচার কার্য পরিচালনা করছেন, এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষ্যে রায়ের মাধ্যমে প্রতিশোধমূলক অবস্থান নিচ্ছেন।

single-ad-main-1

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, বিচারপতি মজুমদারের পারিবারিক ও ব্যক্তিগত শিকড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর পিতা কবিল সরকার প্রায় তিন দশক ধরে পল্লবী মুসলিম বাজার ট্রেডার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি ছিলেন এবং স্থানীয়ভাবে বিএনপি সমর্থক নেতা হিসেবে পরিচিত ছিলেন।

একই ধারাবাহিকতায়, গোলাম মর্তুজা মজুমদার ২০১৪ সালে বেগম খালেদা জিয়ার স্বাক্ষরিত বিএনপি সদস্যপদ নবায়ন করেন, যা তাঁর সরাসরি রাজনৈতিক আনুগত্যের প্রমাণ বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে, ২০২১ সালে বিএনপি নেতাদের স্বাক্ষরিত একটি “তথ্য সংগ্রহ ফর্ম” তিনি নিজ হাতে পূরণ করেন।

এমনকি তাঁর স্ত্রীও প্রকাশ্যে বলেছেন, “তিনি বিএনপি’র একজন অঙ্গীকারবদ্ধ সমর্থক।

single-ad-main-2

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন