
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।
শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এরআগে, ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ১১ দিনের মাথায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।
মূলত ২০২১ সালে চালু হওয়া এই উন্নীতকরণ প্রকল্পের লক্ষ্য কক্সবাজারকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক গেটওয়েতে রূপান্তরিত করা। একটি পৃথক রানওয়ে সম্প্রসারণ প্রকল্প, যা বিদ্যমান ৬ হাজার ৭৭৫ ফুট রানওয়েকে ১০ হাজার ৭০০ ফুট পর্যন্ত বিস্তৃত করে প্রশস্ত উড়োজাহাজ স্থাপনের জন্য সম্প্রসারিত করছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দেশপক্ষ/ এমএইচ