
বর্তমানে বাংলাদেশের ইতিহাসে বিচারব্যবস্থার নজিরবিহীন ও কলঙ্কজনক অধ্যায় চলছে। আদালতের ভেতরে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী, আওয়ামী লীগ নেত্রী ও সংসদ সদস্য মমতাজ বেগম।
বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) আদালতে নিলে এমন ঘটনা ঘটে। বিএনপি,শিবির ও জামাতঘরানার উগ্রবাদীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়, অকথ্য ভাষায় গালাগাল করে এবং অপমানজনকভাবে “নর্তকী” বলে কুরুচিপূর্ণ মন্তব্য করে।
শিবিরের কিছু নেতাকর্মী মমতাজ বেগমকে উদ্দেশ্য করে অশ্লীল ও লাঞ্ছনাকর ভাষা ব্যবহার করে, তার সাংস্কৃতিক পরিচিতিকে টার্গেট করে গালি দেয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও আদালতের বিচারক ছিলেন নীরব, আর নিরাপত্তা বাহিনী থেকেও দেখা যায়নি কোনো তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা। ফলে হামলাকারীরা অবাধে আদালতের ভেতর থেকে বেরিয়ে যায়, যা আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার ভয়াবহ ভাঙনকেই প্রকাশ করে।
অবৈধ জামাতি ইউনুস সরকারের মদদে আদালতের ভেতরেই উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে “ন্যায়বিচার নয়, ভয়” এখন প্রধান চালিকা শক্তি। আদালতের ভেতরে এমপি মমতাজের ওপর হামলা প্রমাণ করে, রাষ্ট্রের তিন অঙ্গই এখন জামাতি প্রভাবিত উগ্রবাদের জিম্মিতে।
ভিওডি বাংলা/ এমএইচ









