
মাত্র পঁচিশ বছর বয়সেই নিজেকে শেষ করে দিলেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জামতারা’ খ্যাত অভিনেতা শচীন চাঁদওয়াড়ে। পুণের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। কেন এই চরম সিদ্ধান্ত নিলেন বছর পঁচিশের এই উঠতি তারকা? সেই উত্তর খুঁজছে পুলিশ।
তরুণ অভিনেতা শচীন চাঁদওয়াড়ের এই অকাল মৃত্যুসংবাদ নাড়িয়ে দিয়েছে হিন্দি এবং মারাঠি উভয় সিনেজগতকেই। ‘জামতারা ২’ ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে নবাগত হিসেবে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। শুধু হিন্দি জগৎ নয়, মারাঠি বিনোদন জগতেও অল্প বয়সেই খ্যাতির শিখরে পৌঁছেছিলেন শচীন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শচীন চাঁদওয়াড়ে শুধু অভিনেতা নন, পেশায় তিনি ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। পুণের একটি আইটি পার্কে কাজ করতেন তিনি।
পরিবার ও বন্ধুদের কাছে হাসিখুশি ও প্রাণোচ্ছল মেজাজের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন এই অভিনেতা। তবুও কেন এমন আত্মহননের পথ বেছে নিতে হলো শচীনকে? এর উত্তর খুঁজে পাচ্ছেন না তার ঘনিষ্ঠরা।
গত ২৩ অক্টোবর পুণের ফ্ল্যাট থেকে শচীন চাঁদওয়াড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার পরিবার। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি! শারীরিক পরিস্থিতির চরম অবনতি হওয়ায় তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় পরিবার। সেখানেই ২৪ অক্টোবর দুপুরে মৃত্যু হয় ‘জামতারা’ খ্যাত এই অভিনেতার।
বিগত কয়েক দিন ধরেই বলিউডে একের পর এক শোকসংবাদের ভিড়। কালীপুজোর রাতে প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানির প্রয়াণ। এর দিন দুয়েকের ব্যবধানেই চলে গেলেন ‘অ্যাড গুরু’ পীযূষ পাণ্ড। তার পরদিনই শনিবার সতীশ সাহের মৃত্যুসংবাদ আসে।
দেশপক্ষ/ এমএইচ