ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১:১১ পূর্বাহ্ন

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ দিবসে শেখ হাসিনার বাণী

আগামীকাল ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের কৃষক সমাজের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

single-ad-main-1

প্রধানমন্ত্রী বলেন, ১৯৮৯ সালের এই দিনে নরসিংদীর রায়পুরায় এক ঐতিহাসিক কৃষক সমাবেশে তিনি ঘোষণা করেছিলেন “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও”— যা আজ কেবল একটি স্লোগান নয়, বরং জাতীয় উন্নয়নের মূলমন্ত্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কৃষক লীগ সেই ঐতিহাসিক আহ্বানকে সাংগঠনিক চেতনা হিসেবে গ্রহণ করে কৃষকের অধিকার, মর্যাদা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল শহিদ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহিদ পরিবার, জেলহত্যা দিবসে নিহত জাতীয় নেতা, ১৯৯৫ সালের ১৫ মার্চ সার আন্দোলনের শহিদ কৃষকসহ ২০২৪ সালের তথাকথিত আন্দোলনের আড়ালে নিহত পুলিশ সদস্য ও আওয়ামী লীগের শহিদ নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

single-ad-main-2

সাবেক প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময় কৃষিবান্ধব সরকার ছিল। সার সহ কৃষি উপকরণ কৃষককে সুলভ মূল্যে পৌঁছে দিত। এজন্য আওয়ামী লীগের আমলেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। অন্য সব সরকার কৃষক শোষণের নীতি গ্রহণ করেছে। বিএনপি-জামাত জোট আমলে সারের দাবিতে কৃষককে আন্দোলনে নামতে হয়েছিল। বাংলাদেশ পেয়েছিল কৃষকের গুলিবিদ্ধ লাশ।সেই ধারাবাহিকতায় আজকের খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংরা কৃষক-শ্রমিকের স্বার্থ পরিপন্থী নীতি গ্রহণ করেছে। সারা দেশে সার সংকট দেখা দিয়েছে। কৃষক আত্মহত্যা করছে। এগুলোর প্রতিবাদ করতে গিয়ে এবং কৃষকের অধিকার রক্ষার কথা বলতে গিয়ে সারা দেশে বাংলাদেশ কৃষক লীগের হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান “খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং” কৃষক-শ্রমিকের স্বার্থবিরোধী নীতি গ্রহণ করেছে, ফলে সার সংকটে কৃষকরা আত্মহত্যায় বাধ্য হচ্ছে। কৃষক লীগের হাজারো নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দকে মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছে।

শেখ হাসিনা বলেন, “আমার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে কৃষকদের অধিকার রক্ষায় কাজ করছে। আগস্ট মাসব্যাপী রক্তদান, বৃক্ষরোপণ ও দরিদ্র কৃষক সহায়তার কর্মসূচি প্রমাণ করে যে, কৃষক লীগ শুধু একটি সংগঠন নয়— এটি মানবিক আন্দোলন।”

তিনি বলেন, আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনারাই জাতির খাদ্য নিরাপত্তার ভিত্তি। আপনাদের ঘামেই বাংলাদেশ এগিয়ে যায়। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আসুন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করি।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন