অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে খুনি ও ফ্যাসিস্ট আখ্যা দিয়ে পতনের ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপি।
তিনি এক বার্তায় বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে এক শক্ত কণ্ঠে খুনি ও ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করে ইউনুসের পতনের ডাক দিয়ে ১৩ নভেম্বর ঢাকায় সর্বস্তরের মানুষকে লকডাউন সফল করার আবেদন জানিয়েছেন।
নিখিল বলেছেন, একসময় স্থিতিশীল এবং উন্নয়নমুখী বাংলাদেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া ‘অবৈধ দখলদার’ ইউনুস দেশ ও জাতির উপর একটি গভীর হুমকি তৈরি করেছেন। তিনি অভিযোগ করেন, অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমেই বিচার বিভাগসহ পুরো জাতিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং গণতন্ত্র-স্বাধীনতা হরণ হয়েছে।
তিনি বলেন, “বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ইতিহাস-ঐতিহ্য ও দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু জনগণ এ ষড়যন্ত্রকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।”
বক্তব্যের সময়ে তিনি আরো উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য-উপাত্ত উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে — ৪০ জন হত্যা, গুলিতে নিহত ১৯ জন, মবসৃষ্টিতে গণপিটুনিতে মৃত্যু ১৫৩ জন এবং রাজনৈতিক সহিংসতায় নিহত ২৮১ জন তিনি বলেন, “এই পরিস্থিতি প্রতিহত করতে দেশের মানুষের স্বার্থ ও নিরাপত্তার স্বার্থে অবৈধ দখলদারকে উৎখাত করা অপরিহার্য।”
নিখিল আরও জানান, বিদেশি ও দেশীয় ষড়যন্ত্রে বাংলাদেশের উন্নয়ন সূচক হারিয়েছে এবং দেশের প্রগতিশীল নেতৃত্ব শেখ হাসিনাকে দেশ ছাড়তে প্ররোচিত করা হয়েছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, জনগণের ঐক্য ও আন্দোলনের মাধ্যমেই দেশকে পুনরায় উন্নয়নের পথে ফিরিয়ে আনা যাবে।
এসময় তিনি স্লোগান তুলে ধরেন —
“প্রহসনের ট্রাইব্যুনাল বন্ধ কর, করতে হবে”
“রাজাকারের ট্রাইব্যুনাল ভেঙে দাও, গুড়িয়ে দাও”
“দেশ-ধ্বংসের ট্রাইব্যুনাল মানি না, মানব না”
“শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের স্বার্থে, আমাদের জনগণের নিরাপত্তার স্বার্থে ও দেশের উন্নয়নের স্বার্থে আমরা অবৈধ দখলদার ইউনুসকে সরিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো।” তাই আগামী ১৩ নভেম্বর ঢাকার রাজপথে মুক্তি কামি মানুষ অংশগ্রহণ করে লকডাউন সফল করবেন—এটাই তার আহ্বান।
মাইনুল হোসেন খান নিখিল এমপি মনে করেন রাজনৈতিক মহলে ও সাধারণ জনগণের মাঝে এই আহ্বান স্বতঃস্ফূর্ত প্রভাব ফেলবে এবং সকলেই অংশ নেবে।