ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১:৩১ পূর্বাহ্ন

১৩ নভেম্বর যুবলীগের “লকডাউন” কর্মসূচি ঘোষণা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত, দেশের সর্ববৃহৎ ও প্রাচীন যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

single-ad-main-1

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি গুলো হল:-

১. রোববার (৯ নভেম্বর ) দেশের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি। একই দিন সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

single-ad-main-2

২. সোমবার (১০ নভেম্বর ) শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৩. মঙ্গলবার (১১ নভেম্বর ) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্টে সকল শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং “যুব নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ ও আগামী বাংলাদেশ” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৪. বুধবার (১২ নভেম্বর ) যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক শাখাসমূহে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৫. বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) অবৈধ ট্রাইবুনালকে প্রত্যাখ্যান, অবৈধ সরকারের পদত্যাগ ও বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার রায় ঘোষণার প্রতিবাদে রাজধানী ঢাকায় কঠোর “লকডাউন” কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং আন্তর্জাতিক শাখা যুবলীগকে নিজ নিজ অঞ্চলের উপযোগী সময়ে উক্ত কর্মসূচিগুলো যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে পালন করার আহ্বান জানানো হয়েছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ