
আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক ছাত্রনেতা বশির আহমেদকে নাসিরনগর থানার পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (৮ নভেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে থাকে পুলিশ গ্রেফতার করেন।
এলাকাবাসী জানায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে উনি কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করেনি এমনকি স্থানীয় এমপির রোষানলে পড়ে রাজনীতি থেকেও দূরে ছিলেন।
পরিবারের অভিযোগ তিনি ভীষণ অসুস্থ নিয়মিত ডাক্তার দেখাতে হয়। কিছুদিন আগে উনার ছোটভাই হঠাৎ মৃত্যুবরণ করলে উনি অনেকটা ভেঙে পরে শারীরিক ভাবে দুর্বল। তাদের দাবি তাকে ষরযন্ত্র মূলক মিথ্যা ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান বশির আহমেদ বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।
ভিওডি বাংলা/ এমএইচ