ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

যার যা আছে তা নিয়ে লকডাউন সফল করুন : শেখ হাসিনা

আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “যার যা আছে, তা নিয়েই লকডাউন সফল করো।” তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার এ সময়ে প্রত্যেক নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

single-ad-main-1

শেখ হাসিনা বলেন, ইউনুসের অবৈধ সরকারের জুলুম-নির্যাতন আজ চরমে পৌঁছেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিপীড়ন, পুলিশের ওপর হামলা ও হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, অর্থনীতির ভয়াবহ পতন, কর্মসংস্থান হারানো সব মিলিয়ে দেশ এক গভীর অচলাবস্থার দিকে ধাবিত হচ্ছে।

তিনি বলেন, এক সময়ের কর্মচঞ্চল বন্দরনগরী আজ পরিণত হয়েছে নিঃস্ব মানুষের শহরে, যেখানে ভর করেছে ভয়, হতাশা ও পরাধীনতার ছায়া।

সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ এখন বুঝে গেছে এই লকডাউন শুধু ভাইরাস বা মহামারির বিরুদ্ধেই নয়; বরং দখলদার শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার নতুন সূর্যোদয় আনার সংগ্রাম। দেশের মানুষ নিজেদের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয়ে আজ আরও সুসংগঠিত।

single-ad-main-2

তিনি সবাইকে ধৈর্য, সংহতি ও আত্মত্যাগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলেন, “দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। যার যা সামর্থ্য আছে, তাই দিয়েই আমরা এই অবরুদ্ধতা ভেঙে সত্যিকার মুক্তি ফিরিয়ে আনব।”

শেখ হাসিনার মতে, জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যই হতে পারে মুক্তির একমাত্র পথ।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন