
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে দেওয়া বাণীতে শেখ হাসিনা শহীদ নেতা শেখ ফজলুল হক মণি ও সংগঠনের প্রতিষ্ঠা-লগ্ন থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মাহুতি দেওয়া সকল নেতা-কর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বাণীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। আদর্শবিহীন রাজনীতি কখনো টিকে থাকতে পারে না। যারা মানুষের কল্যাণে রাজনীতি করে, তারাই ইতিহাসে অমর হয়ে থাকে। কিন্তু যারা রাজনীতিকে লোভ ও ব্যক্তিস্বার্থের প্রজেক্ট হিসেবে দেখে, তাদের দ্বারা দেশ ও জনগণ কখনোই উপকৃত হয় না।”
তিনি বলেন, “আজ বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, মানবাধিকার লুণ্ঠিত। রাষ্ট্রযন্ত্র কল্যাণমুখী না হয়ে নিপীড়কের ভূমিকায় পরিণত হয়েছে। এমন অনুর্বর সময়ে পথ দেখাতে পারে কেবল আদর্শিক ও মানবিক যুবা নেতৃত্ব। যুবলীগের নেতাকর্মীরা সেই ভূমিকা পালন করে যাচ্ছে।”
শেখ হাসিনা আরও বলেন, “যুবলীগের নেতাকর্মীরা অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের অপশাসন ও দুঃশাসনের ভয়াবহতার মধ্যেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই অবারিত তারুণ্যের শক্তিই হচ্ছে গণতন্ত্র ও ন্যায়বিচারের মূল ভরকেন্দ্র।”
তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, “আজকের তরুণ ও যুবকরাই বাংলাদেশকে গণতন্ত্রের বন্ধ্যা ভূমি থেকে কল্যাণকামী ও মানবিক রাষ্ট্রে পরিণত করবে। কারণ, তারুণ্যই সকল শক্তির আধার।”
তিনি বলেন, “গণতন্ত্র ও মানুষের মুক্তির লড়াইয়ে নিজেদের নিয়োজিত রাখার জন্য আমি যুবলীগের সকল নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
দেশপক্ষ/ এমএইচ









