
গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী (হেলথ অ্যাসিস্ট্যান্ট) পদে নিয়োগ পরীক্ষাটি হঠাৎ স্থগিত করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে টেলিটকের পক্ষ থেকে প্রেরিত এক এসএমএসে জানানো হয়—
“Due to unavoidable circumstances, Exam scheduled to be held on 14th November (10:00 AM) has been postponed.”
অর্থাৎ অনিবার্য কারণবশত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। সূত্রে জানা গেছে, চলমান লকডাউনের কারণে প্রশাসন পরীক্ষাটি আপাতত স্থগিত করেছে।
এডমিট কার্ড অনুযায়ী পরীক্ষাটি হওয়ার কথা ছিল গোপালগঞ্জের হাজী লালমিয়া সিটি কলেজে (রুম ২০৪, ভবন-৩, প্রথম তলা)।
পরীক্ষা স্থগিতের খবর হঠাৎ আসায় চরম বিপাকে পড়েছেন অনেক পরীক্ষার্থী। দেশের বিভিন্ন জেলা থেকে তারা একদিন আগেই গোপালগঞ্জে পৌঁছেছেন। বৃহস্পতিবার ছুটির দিন হওয়ায় অনেকে আগে এসে অবস্থান নিয়েছেন হোটেল বা আত্মীয়স্বজনের বাসায়।
একজন পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা অনেক কষ্ট করে আগের দিন চলে এসেছি। এখন জানানো হলো পরীক্ষা হবে না। আগে জানালে আমরা এত কষ্ট করে আসতাম না।”
প্রশাসনের পক্ষ থেকে এখনো পরবর্তী পরীক্ষার তারিখ জানানো হয়নি। তবে সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ টেলিটক ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
দেশপক্ষ/ এমএইচ









