ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার চমক

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এখন দারুণ জমে উঠেছে। পুরনো চরিত্র কাবিলা, হাবু, পাশা, নেহালদের সঙ্গে যোগ দিয়েছেন জাকির। এবার দর্শকদের জন্য আরও বড় চমক নিয়ে এলেন নির্মাতা। সেটি হলো- জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া যুক্ত হচ্ছেন এই সিরিয়ালে। তবে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, সেই প্রশ্ন রেখে দর্শকদের আরও কৌতূহলী করে তুলেছেন অমি।

single-ad-main-1

কিছুদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় একটি পোস্ট করে লিখেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’—সেই ছবিতে কোনো অভিনেত্রীর মুখ স্পষ্ট ছিল না। সেই রহস্যের অবসান ঘটালেন নির্মাতা নিজেই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় একটি নতুন পোস্টার প্রকাশ করে অমি ঘোষণা করলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চমক হলেন অর্চিতা স্পর্শিয়া।

বলা বাহুল্য, নির্মাতার এই কৌশল দর্শকদের মধ্যে স্পর্শিয়ার চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা তৈরি করেছে। মন্তব্যঘরে নেটিজেনদের অনেকে অনেক মত দিয়েছেন। কেউ বলছেন ‘রোকেয়া’, আবার কেউ বলছেন ‘মতলবের বউ’।

single-ad-main-2

এই ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ একঝাঁক জনপ্রিয় তারকা।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে। এর পাশাপাশি এটি পরবর্তীতে চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। স্পর্শিয়ার আগমন এই জনপ্রিয় ধারাবাহিকের দর্শকপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন নির্মাতা ও ভক্তরা।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ