ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

দেশি পেঁয়াজের মজুত শেষ, বাজারে হাহাকার

রাজধানীর বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দুই সপ্তাহে কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় উঠেছে। দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে।

single-ad-main-1

বাজারে এখন পুরোনো পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও যা বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া বাজারে আসা চলতি মৌসুমের নতুন পেঁয়াজ কলির কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

বিক্রেতারা বলছেন, নতুন পাতা পেঁয়াজ আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে মুড়িকাটা পেঁয়াজ আসবে। পেঁয়াজের দাম কমতে শুরু করবে।

ব্যবসায়ীরা বলছেন, নভেম্বরজুড়ে দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে এবং ডিসেম্বরে আগাম মুড়িকাটা পেঁয়াজ এলে বাজার স্বাভাবিক হতে পারে।

single-ad-main-2

অন্যদিকে, রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। তবে, এখনও স্বস্তি ফেরেনি ক্রেতামনে। ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়ে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। তবে দাম কমেছে মোটা চাল ও ডিমের।

এছাড়া বাজারে ডজনপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রতি ডজন ডিম মাসখানেক আগেও যেখানে ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ