
বরগুনার পর এবার পিরোজপুর জুলাই-অগাস্ট ছাত্র আন্দোলনে শহীদদের উদ্দেশে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার ভোর রাতে জেলা শহরের শহীদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করা হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে গিয়েছে।
এর পরই শহরের ওই এলাকায় টহলের দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান।
তিনি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।
বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউজ এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন।
বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউজ এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে বরগুনার সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এমন একটা ভিডিও ক্লিপ ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়- ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভের বেদীতে তেল জাতীয় কিছু ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান ত্যাগ করে।
এছাড়া পটুয়াখালী, সিলেট,গাজিপুর, সাতক্ষীরা জেলায় ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।