
পুরুষদের পর এবার নারীদের সিরিজও স্থগিত করলো ভারত। আগামী মাসে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল নিগার সুলতানা জ্যোতিদের।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন মুখপাত্র। ওই কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক চিঠিতে বিসিবিকে জানিয়েছে, সাদা বলের সিরিজটি পিছিয়ে পরবর্তী সময়ে আয়োজন করা হবে।
তবে সিরিজ পেছানোর জন্য নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ইএসপিএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, সিরিজ স্থগিত করার অন্যতম কারণ হতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান বর্তমান রাজনৈতিক অস্থিরতা। সম্প্রতি বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমে জানান, বাংলাদেশ সিরিজের জন্য এখনও অনুমোদন মেলেনি সরকারের। সেখান থেকেই শঙ্কাটা তৈরি হয়।
তিন ম্যাচের এ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি ছিল আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ। ম্যাচগুলো কলকাতা এবং কটাকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে গত আগস্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতীয় পুরুষ দলের। তবে নিরাপত্তাজনিত শঙ্কায় বিসিবির সঙ্গে আলোচনা করে সিরিজ ১৩ মাস পিছিয়ে দেয় ভারত। নারী দলের সিরিজের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেয়া হবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।
ভারতের সঙ্গে বাংলাদেশের এই সিরিজ পেছালে ক্ষতিগ্রস্থ হবে টাইগ্রেসরা। কারণ চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিশ্বকাপ বাছাই এবং বিশ্বকাপ ছাড়া কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। বছরে খুব একটা সিরিজ খেলার সুযোগও মেলে না জ্যোতিদের।
দেশপক্ষ/ এমএইচ








