
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বর্তমান সরকার অবৈধ—এই অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা এ বিক্ষোভ আয়োজন করেন।
মিছিলটি ফার্মগেটের ইন্দিরা রোড থেকে শুরু হয়ে কারওয়ানবাজার পর্যন্ত অগ্রসর হয়। এসময় নেতাকর্মীরা “ইউনুস সরকারের পদত্যাগ চাই”, “ষড়যন্ত্রের বিচার চাই”, “গণতন্ত্রের বিজয় হবে”—ইত্যাদি শ্লোগান দেন।
সমাবেশে যুব মহিলা লীগের নেত্রী বলেন, “জনগণের ভোট ছাড়া ক্ষমতা দখল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টার দায় ইউনুস সরকারকে নিতেই হবে। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই।”
সমাবেশে আরও বক্তারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন দেশকে অচল করে দিচ্ছে এবং বিরোধী কণ্ঠরোধে বিভিন্ন ধরনের নিপীড়ন চালাচ্ছে। এ সময় দেশের গণতান্ত্রিক ধারাকে পুনঃস্থাপনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তারা।
দেশপক্ষ/ এমএইচ