ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে ভারতকে

ঘরের মাঠে সিরিজ বাঁচাতে অগ্নিপরীক্ষায় ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্ট জিততে হলে রানতাড়ার বিশ্বরেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। জয় তো পরের কথা এই টেস্ট ড্র করে হোয়াইটওয়াশ হওয়া ঠেকাতেও এক দিনের বেশি সময় টিকে থাকার চ্যালেঞ্জের মুখে গৌতম গম্ভীরের শিষ্যরা। ত্রিস্তান স্ট্যাবস সেঞ্চুরি মিস করলেও প্রথম ইনিংসে পাওয়া লিডটাকে পাহাড়সম জায়গায় নিয়েই ইনিংস ঘোষণা করল প্রোটিয়ারা।

single-ad-main-1

মঙ্গলবার (২৫ নভেম্বর) গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৫ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রানের জন্য ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেছেন ত্রিস্তান স্ট্যাবস।

জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতকে ৫৪৯ রান করতে হবে। এই টেস্ট জিততে হলে এখন ভারতকে চতুর্থ ইনিংসে রান তাড়ার ২২ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙতে হবে। ২০০৩ সালে অ্যান্টিগুয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের জন্য কাজটা আরও বেশি কঠিন। কারণ তাদের এই রান করতে হবে সম্ভাব্য ১১০ ওভারের মধ্যেও। টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার জন্যও দারুণ সুযোগ। এর আগেই ১০ উইকেট তুলে নিতে পারলে ভারতকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিতে পারবে প্রোটিয়ারা। তবে, কলকাতা টেস্টে জয় পাওয়ায় অন্তত সিরিজ জয় নিশ্চিতই বলা যায় টেম্বা বাভুমার দলের জন্য।

single-ad-main-2

গতকাল শেষ বিকালে বিনা উইকেটে ২৬ রান তোলা দক্ষিণ আফ্রিকা আজ আবার ব্যাটিংয়ে নেমে ৫৯ রানে প্রথম উইকেট হারায়। ৩৫ রান করা রায়ান রিকেলটন জাদেজার বলে আউট হন। ৭৪ রানে এইডেন মার্করামও জাদেজার বলে বোল্ড হন। ২৯ রান করেন মার্করাম। আর ৩ রান যোগ হতে বাভুমাও (৩) ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে যান ।

চতুর্থ উইকেট জুটিতে ১০১ রান যোগ করে স্ট্যাবস ও ডি জর্জি। ৪৯ রান করা ডি জর্জিও জাদেজার বলেই আউট হন।

পঞ্চম উইকেট জুটিতে উইয়ান মুল্ডারকে নিয়ে আরও ৮২ রান যোগ করেন স্টাবস। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৬ রান দূরে থাকতে বোল্ড হয়ে যান। জাদেজার চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে ১৮০ বলে ৯ চার ও ১ ছক্কায় ৯৪ রানের ইনিংস সাজিয়েছেন স্ট্যাবস।

ভারতের পক্ষে জাদেজা ৬২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। বাকি উইকেটটি যায় সুন্দরের ঝুলিতে।

ভিওডি বাংলা/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ