
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ ছাত্রলীগের কিংবদন্তী সাধারণ সম্পাদক শহীদ শেখ ফজলুল হক মনির ৮৭তম জন্মদিন আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারাদেশে এবং প্রবাসে যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে তাঁর অনন্য নেতৃত্ব, দূরদৃষ্টি, সাহসিকতা ও সাংগঠনিক প্রজ্ঞার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করা আমাদের দায়িত্ব, গৌরব ও ঐতিহ্যের অংশ।
শহীদ শেখ মণি ছিলেন সাহস, চিন্তা, সৃষ্টিশীলতা ও দূরদর্শিতায় সমৃদ্ধ এক অসামান্য বিপ্লবী নেতার নাম। তাঁর সংগ্রামী জীবন, সংগঠন নির্মাণে অসাধারণ দক্ষতা এবং জাতির পিতার আদর্শে পথচলা আজও বাংলাদেশের তারুণ্যের অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মদিন উপলক্ষে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনায় দেশব্যাপী ও প্রবাসে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেছে।
১. শ্রদ্ধা নিবেদন
সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মণি ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মৃতির উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
২. দোয়া ও মোনাজাত
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত যুবলীগের শাখাসমূহে কোরআন খতম, ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।
বাংলার স্বাধীনতা, অসাম্প্রদায়িক চেতনা, দেশ ও জাতির অগ্রগতি, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ শেখ মণিসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৩. আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
“বিপ্লবের পর প্রতি বিপ্লব আসবেই”—এই শিরোনামে শহীদ শেখ মণির আদর্শ, রাজনৈতিক দর্শন, সংগঠন গঠন, সমাজ বদলের সাহসী ভাবনা এবং তারুণ্যকে এগিয়ে নেওয়ার দর্শন নিয়ে একটি পূর্ণাঙ্গ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় যুবলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ, দেশ-বিদেশের গবেষক, সংগঠক ও তরুণ সমাজ এতে অংশগ্রহণ করবেন। আলোচনার পর সাংস্কৃতিক পরিবেশনায় দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও তারুণ্যের চেতনাধর্মী সংগীত ও আবৃত্তি পরিবেশিত হবে।
৪. শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ
শহীদ শেখ মণির মানবিক মূল্যবোধকে স্মরণ করে এবং তাঁর জন্মদিনকে মানবসেবার দিনে রূপান্তরিত করতে যুবলীগ সারাদেশে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করবে।
পথশিশু, শ্রমজীবী, ছিন্নমূল মানুষ ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
৫. রক্তদান কর্মসূচি
ইচ্ছুক নেতাকর্মীদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচি (যেখানে সম্ভব)।
৬. সামাজিক ও নাগরিক উদ্যোগ
পরিবেশ পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, শিক্ষা-সামাজিক উদ্যোগসহ যে কোনো কল্যাণমূলক কর্মসূচির আয়োজন।
৭. প্রচার ও জনসংযোগ
শহীদ শেখ ফজলুল হক মনির আদর্শ তুলে ধরে ব্যানার, পোস্টার, ডিজিটাল কনটেন্ট ও সোশ্যাল মিডিয়া প্রচার।
শহীদ শেখ মণির আদর্শ ধারণ করে সংগঠনের প্রতিটি কর্মী ন্যায়, সত্য, সততা, শৃঙ্খলা এবং দেশপ্রেমকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ নির্মাণের সংগ্রামে অনুগতভাবে কাজ করে যাবে।
দেশপক্ষ/ এমএইচ