
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ, দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আগামী নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) সারা দেশে সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ পালনের ডাক দিয়েছে দলটি।
দলটির একটি প্রচারপত্র থেকে এই কর্মসূচির বিষয়ে জানা যায়।
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি হল:-
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার: সারা দেশে মশাল মিছিল।
১২ ডিসেম্বর, শুক্রবার: বাদ জুম্মা বিক্ষোভ মিছিল।
১৩ ডিসেম্বর, শনিবার: ঢাকা সহ সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন।
দাবিসমূহ:
১. জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো।
২. বর্তমান সরকারকে ‘অবৈধ, দখলদার, খুনি ও ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে ড. ইউনূসের পদত্যাগ দাবি।
৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়েরকৃত ‘মিথ্যা ও গায়েবী’ মামলা প্রত্যাহার।
৪. সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি এবং আইসিটি কোর্ট (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) বাতিলের দাবি।
৫. আওয়ামী লীগের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ প্রত্যাহার এবং সকল প্রতিবন্ধকতা দূর করে নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করা।
দলের পক্ষ থেকে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী দেশের সকল শান্তিকামী ও দেশপ্রেমিক নাগরিকদের এই কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
দেশপক্ষ/ এমএইচ