
সাধারণ শিক্ষার্থী সাকিবুল হাসান রানা।
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত হয়ে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের সাধারণ শিক্ষার্থী সাকিবুল হাসান রানা আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মিশন।
বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, সিনিয়র সহ সভাপতি নাসরুল্লাহ তালুকদার ইমন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৭ ডিসেম্বর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদকসেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দীর্ঘদিন ধরে ছাত্রদলের এই দুটি গ্রুপ ছাত্রাবাসে মাদক বিক্রি, সেবন ও দখলদারিত্বের মাধ্যমে আবাসিক পরিবেশকে বিপর্যস্ত করে আসছিল। ঘটনার দিনও মাদকসেবন কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে সাধারণ নিরীহ শিক্ষার্থীরাও আক্রান্ত হন এবং নিহত সাকিবসহ বহু শিক্ষার্থী আহত হন। আজ চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সরাসরি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটি ছাত্রদলের দীর্ঘদিনের হত্যার রাজনীতি, মাদকসন্ত্রাস, বেপরোয়া আধিপত্য ও অনৈতিক কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি। একই সাথে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ।
বাংলাদেশ ছাত্র মিশনের নেতৃবর্গ আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাস, ত্রাস ও মাদকনির্ভর রাজনীতি কায়েম করে এসেছে। ফ্যাসিবাদী আমলে তাদের হিংস্র চরিত্র আড়ালে থাকলেও অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে আবারও তাদের বর্বর রূপ প্রকাশ পাচ্ছে। তেজগাঁও কলেজের ঘটনা এর সর্বশেষ উদাহরণ।
নেতৃবৃন্দ নিহত সাকিবুল হাসানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
-নি/ এমএইচ









