ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন

ফেনীতে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসীদের লাগাতার লুটপাট

স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের লাগাতার লুটপাট ও হামলা যেন থামবার নামই নিচ্ছে না। এদের প্রধান টার্গেট হচ্ছেন প্রবাসীদের তালাবদ্ধ বাড়িঘর। একের পর এক হামলার শিকার হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারগুলো। এমনি এক ভুক্তভোগী হলেন মোঃ সাইফুর রহমান, যার পরিবার বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে ঘরছাড়া।

single-ad-main-1

২০১৭ সাল থেকে প্রবাসী ভুক্তভোগী মোঃ সাইফুর রহমান দাগনভূঁইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড নজীর আহমেদ ডাক্তার বাড়ির বাসিন্দা,দাগনভূঁইয়া ফেনী।

সন্ত্রাসীরা কেবল একবার নয়, বারবার এই প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। ভুক্তভোগী সাইফুর রহমানের তথ্য অনুযায়ী, হামলার ধারাবাহিকতা নিম্নরূপ:

প্রথম হামলা (৭ আগস্ট, ২০২৪): রাত আনুমানিক ১ টার সময় তাদের ঘরে সরাসরি হামলা করা হয়।

single-ad-main-2

২য় বার নির্মাণ সামগ্রী চুরি (২৩ অক্টোবর, ২০২৪): তাদের নির্মাণাধীন বিল্ডিংয়ের পিলারের রডগুলো কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা। সর্বশেষ চুরি (৮ ডিসেম্বর) গত ৮ ডিসেম্বর তাদের ঘরে চুরি সংঘটিত হয়।

বারবার সন্ত্রাসী হামলার মুখে এবং প্রাণের ভয়ে মোঃ সাইফুর রহমানের পরিবার, বিশেষ করে বাচ্চাদের নিয়ে, নিজেদের বাড়ি ছেড়ে বর্তমানে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ভুক্তভোগী পরিবারটি চরম অসহায়ত্বের মুখে রয়েছে। মামলা করার মতো পরিস্থিতিতে বাড়িতে কেউ নেই। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো:

“দেশে কার কাছে বিচার চাইবে? থানায় সন্ত্রাসীদের চাপে মামলা নেয় না। উল্টো (মামলা করতে গেলে) জুলুম অত্যাচার বাড়ে।”

প্রবাসীর অনুপস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করলেও, স্থানীয় প্রশাসনের নীরবতা এবং সন্ত্রাসীদের প্রভাবে থানায় অভিযোগ দায়ের করতে না পারার ঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে গভীর সংশয়ে রয়েছে।

ফেনীর এই প্রবাসীর পরিবারকে অবিলম্বে নিরাপত্তা প্রদান এবং চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

দাগনভুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজিম জানান এই বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি, অভিযোগ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

-নি/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ