
মানিকগঞ্জের হরিরামপুরে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে সকাল ৯ টায় পুষ্প অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ জহুরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী এ,কে,এম. রাসেল,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন।
উপস্থিত বক্তরা জানান, এই বর্বর হত্যাকাণ্ড ছিল সদ্য জন্ম নিতে যাওয়া স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা রুদ্ধ করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোর দিশারি। তাঁদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়ে শত্রুরা ভেবেছিল বাংলাদেশ পথ হারাবে।
কিন্তু তারা ভুল প্রমাণিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ এগিয়ে চলেছে অদম্য প্রত্যয়ে।
আজ এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ। তাঁদের স্বপ্ন, আদর্শ ও দেশপ্রেম আমাদের প্রেরণার উৎস। একই সঙ্গে আমরা শোকাহত তাঁদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
দেশপক্ষ/ এমএইচ