
নেত্রকোণায় গভীর রাতে একসাথে আলাদা তিনটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে দুর্বৃত্তদের আগুন দেয়ার কিছুক্ষণ আগেই জেলায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি এলাকায় একই সময়ে তিনটি আলাদা স্থানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
কাইলাটি এলাকার ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মে দেয়া আগুনে একটি আধাপাকা ঘর ও সেখানে থাকা আসবাবপত্র, হাঁস-মুরগী ও মাছের খাদ্য পুড়ে যায়।
অন্যদিকে একটি ছাগলের ঘরে আগুন দিলে সেখানে থাকা ২৯টি ছাগল পুড়ে মারা যায়। মালিকের দাবই, ছাগল পুড়ে মারা যাওয়ায় তার ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকারও বেশি।
এছাড়াও শহরের চল্লিশা কান্দা মোড়ে একটি খড়ের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, রোববার ভোর রাতে হঠাৎ করে আগুন দেখতে পান ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মের এক কর্মচারী। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর চারটি ইউনিট।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে নেত্রকোণায় রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশার মিছিলের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়দের ধারণা, এরপর হয়ত এ আগুন লাগানোর ঘটনাটি ঘটিয়েছে।
দেশপক্ষ/ এমএইচ