
ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে কে বা কারা ব্যাংক শাখার ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তাপ্রহরী আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে মূল ভবনের ফটকের বাইরে থেকে আগুন দেয়। এতে ফটকের ভেতরে রাখা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে যায়।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশে অগ্নিসংযোগ করা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দেশপক্ষ/ এমএইচ









