
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।
বুধবার (১৭ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন এই দলটি।
বিকেলে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী। তবে নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিলেও ভোটের স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
শামীম পাটোয়ারী আশঙ্কা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন ‘পাতানো’ হতে পারে কিংবা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও ‘মিডিয়া ভোটের’ আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন যদি গ্রহণযোগ্য ও প্রতিফলনমূলক না হয়, তবে দেশ ভবিষ্যতে গৃহযুদ্ধের কবলে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
জাতীয় পার্টি নিজেদের একটি নির্বাচনমুখী দল হিসেবে দাবি করলেও চূড়ান্ত অংশগ্রহণের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে। মহাসচিব স্পষ্ট জানান, মাঠপর্যায়ে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। যদি এই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, তবে জাতীয় পার্টি তাদের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
উল্লেখ্য, বুধবার থেকেই জাপার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাপার এই অবস্থান একইসঙ্গে কৌশলগত অংশগ্রহণ এবং সরকারের ওপর চাপের রাজনীতি।
দেশপক্ষ/ এমএইচ