
লক্ষ্মীপুরের সদর উপজেলায় বিএনপি নেতার বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনায় এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিনশেড ঘরের দুই দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় ঘরের ভেতরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।
অগ্নিকাণ্ডে বেলাল চৌধুরীর আট বছর বয়সী কন্যা আয়েশা আক্তার সানজু ঘটনাস্থলেই মারা যায়। তার আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪) গুরুতর দগ্ধ হন। এ ছাড়া বেলাল চৌধুরী নিজেও আহত হন। নিহত আয়েশা স্থানীয় ফাইভ স্টার স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহত শিশুর দাদি হাজেরা বেগম জানান, আগুনের আভাস পেয়ে বাইরে এসে দেখেন ঘরের দরজাগুলো তালাবদ্ধ। পরে দরজা ভেঙে পরিবারের সদস্যরা বেরিয়ে আসলেও এক কক্ষে থাকা শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি এটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেন।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দুই কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দগ্ধ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, এটি একটি বর্বর ও অমানবিক হামলা। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
দেশপক্ষ/ এমএইচ









