ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন

‘আয়েশার সব স্বপ্ন পুড়ে ছাই’ আহাজারি মায়ের

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে সাত বছরের শিশু আয়েশা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা বিএনপি নেতা মো. বেলাল হোসেনসহ পরিবারের আরও দুই সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।

single-ad-main-1

শুক্রবার গভীর রাতে চরমনসা এলাকার নিজ বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই সময় বেলাল হোসেন স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

নিহত আয়েশা আক্তার স্থানীয় ফাইভ স্টার স্কুলের শিক্ষার্থী ছিল। তার বাবা মো. বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং একজন ব্যবসায়ী। তিনি নিজেও দগ্ধ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেলাল হোসেনের বড় মেয়ে সালমা আক্তার ভবানীগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অপর মেয়ে বিথি আক্তারও দগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

single-ad-main-2

শিশু আয়েশার মা নাজমা আক্তার মেয়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। হাসপাতালে কখনো করিডোরে বসে, কখনো বিলাপ করে কাঁদতে দেখা যায় তাকে। তিনি বলেন,
‘আয়েশা ছিল তার বাবার আদরের। সব সময় খোঁজ নিত, বাবা বলে ডাকত। ওর অনেক স্বপ্ন ছিল—সব পুড়ে ছাই হয়ে গেল। আমি শুধু শেষবারের মতো ওর মুখটা দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজায় তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচাননি—আমার আয়েশাকে কেড়ে নিয়েছে। আমার সব শেষ হয়ে গেছে। আমি শুধু আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।’

শনিবার দুপুরে আয়েশা আক্তারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার সময় মাটিতে লুটিয়ে পড়ে বিলাপ করতে থাকেন আয়েশার মা। তার আহাজারিতে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, আগুনে বেলাল হোসেনের ঘরে থাকা নগদ টাকা, একটি মোটরসাইকেল ও ব্যবসার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ