
চট্টগ্রামের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইভ্যাক বাংলাদেশ কর্তৃপক্ষ।
আইভ্যাকের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনে সংঘটিত একটি নিরাপত্তা–সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একদল লোক চট্টগ্রামে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, পুলিশের হস্তক্ষেপের আগে কয়েকজন ব্যক্তি ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের দিকে ঢিল ছুঁড়ছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১২ জনকে আটক করে।
উল্লেখ্য, এর আগেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ১৭ ডিসেম্বর ‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্ম ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিলে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক বুধবার দুপুরে বন্ধ করে দেওয়া হয়। তবে পরদিন ১৮ ডিসেম্বর পুনরায় চালু করা হয় ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
চট্টগ্রামে আইভ্যাক বন্ধের ঘটনায় ভিসা প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেন্দ্রটি বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশপক্ষ/ এমএইচ









