ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন

হাতিয়া চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগালিতে নিহত হয়েছে অন্তত ৫জন। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে সামছুদ্দিন ও আলা উদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

single-ad-main-1

নিহতরা হচ্ছে সামছুদ্দিন ওরপে কোপা সামছু গ্রুপের সামছুদ্দিন, তার ছেলে মোবারক হোসেন, জুম্মা ডাকাত ও আলা উদ্দিন গ্রুপের আলা উদ্দিন। এর মধ্যে আলা উদ্দিনের মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, জাগলার চরে বর্তমানে কয়েক শত ভূমিহীন পরিবার বসবাস করছে। চরের অর্ধেক জমি খাস এবং অর্ধেক ব্যক্তি মালিকানা বা বয়ার সম্পত্তি। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত হাতিয়ার হরণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিক, ফরিদ কমান্ডার (মেম্বার) এর নেতৃত্বে সামছুদ্দিন চরের জমি দখল করে প্রতি একর ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা করে ভূমিহীনদের কাছে বিক্রি করে। কিন্তু হঠাৎ করে গত কিছুদিন বিক্রির টাকা মুশফিক ও ফরিদ কামন্ডারকে দিচ্ছে না। তারই জের ধরে মুশফিক ও ফরিদের হয়ে মঙ্গলবার ভোরে আলা উদ্দিন, শীর্ষ ডাকাত কাউয়া কামাল, নিজাম মেম্বার এর নেতৃত্বে ২০-২৫জন অস্ত্রধারী চর দখলে যায়।

এক পর্যায়ে চরে থাকা সামছুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে আলা উদ্দিনসহ উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হয়। গোলাগুলিতে টিকতে না পেরে সামছুদ্দিনের বেশিরভাগ লোক পালিয়ে যায়। এক পর্যায়ে সামছুদ্দিন আলা উদ্দিনকে গুলি করে। পরে আলা উদ্দিনের লোকজন সামছুদ্দিন, তার ছেলে মোবারক, তার কর্মী জুম্মাসহ কয়েকজনকে গুলি, কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে সামছুদ্দিন, তার ছেলে মোবারক, কর্মী জুম্মাসহ তার ৫জন নিহত হয়। এ দিকে বিকালে আলা উদ্দিনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

single-ad-main-2

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এ ঘটনায় অন্তত পক্ষে ৬জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পক্ষে ১০জন। ঘটনা ভোরে হলেও পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়েছে বিকাল সাড়ে ৪টায়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম মঙ্গলবার সন্ধ্যায় জানান, ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় তারা বিকালে ঘটনাস্থলে যান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কোস্টগার্ড নদীতে অভিযান চালাচ্ছে। ঘটনায়, সামছুদ্দিন, আলা উদ্দিনসহ ৫জনের মরদেহ পওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ