
তাইওয়ানে বুধবার (২৪ ডিসেম্বর) ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।
তবে ফোকাস তাইওয়ান নিউজ ওয়েবসাইটের তথ্যানুসারে, স্থানীয় কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টিতে ভূমিকম্পটির মাত্রা পরিমাপ করেছে ৬.১।
এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
-নি/ এমএইচ









