ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন

গোসাইরহাটে গভীর রাতে আওয়ামী লীগের মশাল মিছিল

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গভীর রাতে ঝটিকা মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

single-ad-main-1

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে হঠাৎ করে ব্যানার ও মশাল হাতে এই মিছিল বের করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ব্যানারে বিভিন্ন রাজনৈতিক স্লোগান বহন করছেন। ব্যানারে লেখা ছিল- “অবৈধ ইউনূস সরকারের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও এবং অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল”।

ব্যানারে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে, তৃণমূল আওয়ামী লীগ, গোসাইরহাট, শরীয়তপুর।

single-ad-main-2

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর গোসাইরহাট উপজেলায় প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি এটিই প্রথম বলে দাবি করছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গোপন বিদেশ গমনের পর গোসাইরহাটে দলটির কার্যক্রম কার্যত নিষ্ক্রিয় ছিল। এর মধ্যেই হঠাৎ করে রাতের অন্ধকারে মশাল মিছিল বের হওয়ায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।

মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ মাস্ক বা কাপড় দিয়ে ঢাকা ছিল। পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের নাম ও ছবি দেখা গেলেও অন্য কোনো নেতার নাম বা ছবি ছিল না। এ বিষয়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ থেকেও পোস্ট দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক ছাত্রদল নেতা বলেন, “প্রশাসনের কাছে দাবি জানাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার বা পোস্টার নিয়ে মিছিল করে শান্ত গোসাইরহাটকে অশান্ত করছে, তাদের গ্রেপ্তার করা হোক। অন্যথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।”

এ বিষয়ে জানতে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ