ইউনেক্স–সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজের পুরুষ দ্বৈত বিভাগে অল-বাংলাদেশ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২–১ সেটে মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটিকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত গৌরব–তানভীর জুটি ২১–১৯ পয়েন্টে প্রথম সেট নিজেদের করে নেয়। দ্বিতীয় সেটে কোর্ট পরিবর্তনের পর দৃশ্যপট বদলে যায়। শুরুতে গৌরব–তানভীর ৭–১ পয়েন্টে পিছিয়ে পড়লেও দারুণ প্রত্যাবর্তন করে একপর্যায়ে ১৫–১৩ পয়েন্টে এগিয়ে যায়। তবে শেষ দিকে মিজানুর ও নাঈম জুটি ঘুরে দাঁড়িয়ে ২১–১৭ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরায়।
নির্ধারক তৃতীয় সেটেও দুই জুটি সমানতালে লড়াই চালিয়ে যায়। এক পর্যায়ে ২০–২০ পয়েন্টে সমতায় পৌঁছায় ম্যাচ। কিন্তু চাপের মুহূর্তে ঠাণ্ডা মাথার খেলায় টানা দুই পয়েন্ট তুলে নিয়ে ২২–২০ পয়েন্টে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে গৌরব–তানভীর জুটি।
খেলা শেষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন বলেন,
“আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠায় আল আমিন জুমা ও উর্মি আক্তারকে আমরা এক হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলাম। এবার আন্তর্জাতিক সিরিজের পুরুষ দ্বৈতের ফাইনালে বাংলাদেশের দুটি জুটি খেলেছে। তাদের এই সাফল্যে উৎসাহ দিতে ফেডারেশনের পক্ষ থেকে আলাদা আর্থিক পুরস্কারের বিষয়টি আমরা আলোচনা করে ঘোষণা করব।”
এদিন টুর্নামেন্টের বাকি চারটি ইভেন্টের ফাইনালও অনুষ্ঠিত হয়। নারী এককের ফাইনালে ভারতের তানভী রেড্ডি চ্যাম্পিয়ন হন। তিনি মালয়েশিয়ার লিম ঝি শিনকে ২১–১৯ ও ২১–৯ পয়েন্টে (২–০ সেট) হারান।
পুরুষ এককের ফাইনালে শিরোপা জেতে কাজাখস্তান। কাজাখস্তানের দিমিত্রি পানারিয়ান ২১–১৬, ১৪–২১ ও ২১–১০ পয়েন্টে (২–১ সেট) মালয়েশিয়ার মোহাম্মদ হারিস সুফিয়ান রুশদানকে পরাজিত করেন।
নারী দ্বৈত বিভাগে থাইল্যান্ডের থিটিওয়ারাদা–সারিসা জুটি চ্যাম্পিয়ন হয়। তারা মালয়েশিয়ার জান মিন য়ী–তান ঝিং হুই জুটিকে ২১–১৩, ১৭–২১ ও ২১–১৭ পয়েন্টে (২–১ সেট) হারায়।
মিশ্র দ্বৈত বিভাগে অল-মালয়েশিয়া ফাইনালে দাতু আনিফ ইসাক ও ক্লারিসা সান জুটি ২১–১৩ ও ২১–১৫ পয়েন্টে (২–০ সেট) স্বদেশী উই ই তান তার্ন ও তন ঝিং হুই জুটিকে পরাজিত করে শিরোপা জয় করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ, সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন, যুগ্ম সম্পাদক তাপতুন নাসরিন এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শাটলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মাহবুব রব।










