
ঠাকুরগাঁওয়ে দূর্বৃত্তদের হামলায় হযরত শাহ্ সত্যপীরের মাজার ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে দেখতে পান মাজারের গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের তিনটি কবর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। জেলা পুলিশ প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, এ মাজারে কখনোই কোনো শিরক বা অনৈতিক কার্যক্রম, এমনকি গান-বাজনাও অনুষ্ঠিত হয় না। এমনকি এ মাজারের কোন খাদেমও নেই। পাশে একটি মসজিদ রয়েছে যেখানে মুসল্লিরা এসে নামাজ পড়ে। আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্থ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কে বা কারা করেছে তা এখনই বলা যাচ্ছেনা। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
-নি/ এমএইচ