ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে একটি স্কুল এন্ড কলেজের র‌্যাগডে অনুষ্ঠানে কথা কাটাকাটির জেরে মো: ম্যাকস রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক।

single-ad-main-1

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন সেন্ট্রাল হাসপাতালের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সোমবার (২৯ ডিসেম্বর) নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত ম্যকস রিয়াদ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার রেজাউল করিমের ছেলে ও ইসলামিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

single-ad-main-2

সি সি ফুটেজে দেখা যায়, একটি সিএনজি অটোরিকশাযোগে ম্যাকস রিয়াদ শহরের পুরাতন সেন্ট্রাল হাসপাতালের সামনে পৌছলে ৮-১০ জন যুবক-কিশোর তার উপর হামলা চালায়। তারা রিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ