ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

নেইমার–সান্তোস সম্পর্কের নতুন অধ্যায়

শেষ পর্যন্ত শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সান্তোস ক্লাব ও নেইমারের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

single-ad-main-1

গত বুধবার সান্তোস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করে। ভিডিওতে ভিলা বেলমিরো স্টেডিয়ামের একটি এরিয়াল ভিউ দেখানো হয়, যেখানে বড় করে লেখা ছিল— “৩১ ডিসেম্বর, ২০২৬”। এর সঙ্গে যুক্ত ছিল আরও একটি বার্তা— “সময় আসছে”। ভিডিওতে সরাসরি নেইমারের নাম উল্লেখ না করা হলেও ফুটবলবিশ্বে ধারণা করা হচ্ছে, এটি নেইমারের সঙ্গে নতুন চুক্তিরই ইঙ্গিত। উল্লেখ্য, সান্তোসের সঙ্গে নেইমারের আগের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর দিবাগত রাতে শেষ হয়ে গেছে।

শৈশবের ক্লাবে ফেরার পর নেইমারের প্রথম মৌসুমটি ইনজুরির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে মৌসুমের শেষ ভাগে দুর্দান্ত ফর্মে ছিলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ তিন ম্যাচে তার করা চারটি গোলের বড় অবদানেই সান্তোস টানা তিন জয় পায় এবং ডিসেম্বরে মৌসুমের শেষ দিনে রেলিগেশন থেকে রক্ষা পায়।

মৌসুম শেষ হওয়ার পর নেইমারের বাম হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিসকাসে অস্ত্রোপচার করা হয়। সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২২ ডিসেম্বর ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমারের তত্ত্বাবধানে নেইমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

single-ad-main-2

বার্সেলোনা, প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি) ও সৌদি পেশাদার লিগের ক্লাব আল-হিলালের হয়ে খেলা এই তারকা ফুটবলার ব্রাজিল জাতীয় দলের জার্সিতে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৯ গোল করেছেন। কিংবদন্তি পেলের চেয়ে এটি দুই গোল বেশি, যা তাকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে তিনি দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলের বাইরে চলে যান।

সবকিছু ঠিক থাকলে নতুন চুক্তির মাধ্যমে নেইমার আরও কয়েক বছর সান্তোসেই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এতে ক্লাবটির পাশাপাশি ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীরাও নতুন করে আশার আলো দেখছেন।

-নি/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ