ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় বিপাকে শাহরুখ খান

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের মালিকানাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে একের পর এক কটাক্ষ ছুটে আসছে শাহরুখ খানের দিকে। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)।

single-ad-main-1

২০২৬ সালের আইপিএলকে সামনে রেখে কেকেআর মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়ার পরই বিতর্কের সূত্রপাত হয়। এই সিদ্ধান্তের জেরে শাহরুখ খানের গায়ে ‘গাদ্দার’ তকমা পর্যন্ত লাগানো হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর।

বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি উত্তপ্ত— এমন প্রেক্ষাপটে একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সিদ্ধান্তে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আধ্যাত্মিক গুরু থেকে শুরু করে বিজেপি ঘনিষ্ঠ নেতারাও শাহরুখ খানের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগেছেন।

এবার এই ইস্যুতে কড়া বক্তব্য দিয়েছে শিবসেনা (ইউবিটি)। দলটির মুখপাত্র আনন্দ দুবে এক বিবৃতিতে বলেন, শাহরুখ খান চাইলে ওই ক্রিকেটারকে দল থেকে বাদ দিতে পারেন, এতে তাঁর সম্মানহানি হবে না। বরং এতে তিনি আরও সম্মানিত হবেন।

single-ad-main-2

আনন্দ দুবে আরও বলেন, “শাহরুখ খান যদি ওই ক্রিকেটারকে বাদ দেন, তাহলে তিনি তাঁর প্রাপ্য সম্মান অবশ্যই পাবেন। কিন্তু ওই ক্রিকেটার এই দেশে খেলে যে অর্থ উপার্জন করবেন, তা তার দেশে সন্ত্রাসবাদ তৈরিতে ব্যবহৃত হতে পারে— যারা ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করবে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না।”

এই মন্তব্যের পর বিষয়টি নতুন করে রাজনৈতিক রং পেয়েছে। যদিও এখনো পর্যন্ত শাহরুখ খান বা কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ