ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের

দেশজুড়ে চলমান তীব্র শীত ও শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের সামর্থ্যবান নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

single-ad-main-1

বুধবার (৭ জানুয়ারি) ফেসবুকে এক বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে হাড়কাঁপানো শীত বিরাজ করছে। শৈত্যপ্রবাহের কারণে গরিব, অসহায় ও দুস্থ মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।

বিবৃতিতে নাছিম বলেন, “ফ্যাসিস্ট কায়দায় গায়ের জোরে অবৈধ দখলদার ইউনূস গং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এরপরও দুঃখ-কষ্টে, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য।” তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি জনকল্যাণ। আওয়ামী লীগ জানে—মানুষই শক্তি, মানুষই রাজনীতির কেন্দ্র। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ আমাদের নৈতিক দায় এবং রাজনৈতিক অঙ্গীকার।”

single-ad-main-2

আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ সংকটকালে এগিয়ে আসা প্রয়োজন। তিনি শীতার্ত মানুষ ও ত্যাগী দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতির এই ধারা অব্যাহত থাকবে এবং শীতের এই কঠিন সময়ে দল ও সমাজের সচেতন মানুষ শীতার্তদের পাশে দাঁড়াবে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ