
শরীয়তপুরে জাজিরায় অভিযান চালিয়ে ৪৫ টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এসময় সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় অন্তত ২ ঘন্টাব্যাপী এই অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিলাসপুর এলাকায় দীর্ঘ প্রায় দুই দশক ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে দুই পক্ষের সংঘর্ষে শত শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন পঙ্গু হয়েছেন অনেকেই।
গত বৃহস্পতিবার ভোররাতে মুলাই ব্যাপারী কান্দি এলাকার সাগর বেপারীর বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে পুরো বসতঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় প্রথমে সোহান ব্যাপারী ও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নবীন সরদার নামের মোট দুই যুবকের মৃত্যু হয়। ঘটনার পর শুক্রবার সকালে ঘরটিতে তল্লাসি করে হাত বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার শেষে ধ্বংস করা হয়। এদিকে সোমবার ওই এলাকায় ডগস্কয়াড নিয়ে পুনরায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে ৪৫ টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করার পাশাপাশি সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়।
বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) তানভীর হোসেন বলেন, বিলাসপুরে যৌথ বাহিনীর অভিযানে অন্তত ৪৫ টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রাখা হবে।
-নি/ এমএইচ