ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ন

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা।

single-ad-main-1

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ এলাকা সংলগ্ন পরিত্যক্ত মালামালের স্তুপে সোমবার রাত পৌণে ৯ টায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সালাহউদ্দিন কাদের চৌধুরী

তিনি বলেন, “রাতে বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত ময়লার স্তুপে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্টদের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরো জানান, তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও ঝুঁকিমুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। মহেশখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা রাম প্রশাদ দাশ বলেন, বর্তমানে মহেশখালীর ২টি এবং চকরিয়া থেকে একটিসহ মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার কাজে কাজ করেছে।  আশেপাশে যেহেতু কোনো স্থাপনা নাই সেহেতু বড় ধরণের কোনো ক্ষতি হওয়ার সম্ভবনা নাই। বর্তমানে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিডি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

single-ad-main-2

কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেডের তত্ববধয়াক প্রকৌশলী (তড়িৎ) এ.এইচ এম রোকনুজ্জামান বলেন,ফেলে রাখা স্ক্র্যাপ ইয়ার্ডে হঠাৎ আগুন লাগে। তবে আগুনের সুত্রপাত নিয়ে নিশ্চিত কোনো তথ্য তিনি জানাতে পারেরি।

-নি/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ