ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১:০২ অপরাহ্ন

ইতিহাস পরিবর্তনের লক্ষ্যে মাঠে নামছে ঋতুপর্ণারা 

এএফসি বাছাই পর্বের ইতিহাস গড়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দল। তবে থাইল্যান্ডের বিপক্ষে ফিফা নারী প্রীতি ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছেন ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা। থাইল্যান্ডের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

single-ad-main-1

শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এক যুগ আগে থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ গোলের বড় হার এখন শুধু ইতিহাস। সেই সময়ের বাংলাদেশ আর বর্তমান দলের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। এবার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে মেয়েরা। চট্টগ্রামে দীর্ঘদিনের অনুশীলন শেষে পিটার বাটলারের শিষ্যরা প্রস্তুত নিজেদের নতুন রূপ দেখাতে।

নারী জাতীয় দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, আজকে দ্বিতীয় দিনের মতো আমরা থাইল্যান্ডে অনুশীলন সেশন সম্পন্ন করলাম। আমরা চেষ্টা করছি আমাদের দুর্বল দিক এবং প্রতিপক্ষ দলের শক্তিশালী দিকগুলো নিয়ে কাজ করার।

single-ad-main-2

‘আলহামদুলিল্লাহ কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, মেয়েরা সেভাবেই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেয়েরা এখানে অনুশীলনে ভালো করছে। আমরা যারা কোচিং স্টাফ আছি, সবাই মেয়েদের সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি।’

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়ার সেরা আসরের প্রস্তুতির পাশাপাশি ফিফা র‌্যাংকিংয়ে উন্নতির দিকেও দৃষ্টি রাখছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলছিলেন, ফুটবলারদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে তথ্য দেওয়া দরকার, আমরা তা দিচ্ছি। আমরা তাদের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়ার চেষ্টা করছি।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন