ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১:২১ পূর্বাহ্ন

ডিবির পোশাকে এএসআই হাসান এখন ভাণ্ডারিয়ার আতঙ্ক!

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাত নামলেই শুরু হয় এএসআই হাসানের সন্ত্রাসী অভিযান। ডিবির পোশাকে, সরকারের ছায়ায় এই কর্মকর্তা আজ পরিণত হয়েছেন বিএনপি ঘরানার ‘ছদ্ম আইনরক্ষী দানব’-এ।

single-ad-main-1

স্থানীয় আওয়ামী লীগের সাধারণ কর্মী, ব্যবসায়ী, এমনকি নিরীহ মানুষ কারও ঘরই বাদ যাচ্ছে না তার নিশানায়।

যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, অভিযোগ নেই, তাদের নামেই বানানো হচ্ছে কল্পিত চার্জশিট!

ভাণ্ডারিয়ার রাত এখন ভয়ের নাম— ডিবি নয়, যেন বিএনপি পরিচালিত মুক্তিপণ বাহিনী! আইনের পোশাকে থাকা একজন বিএনপি সমর্থক কীভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে রাজনৈতিক প্রতিশোধে?

single-ad-main-2

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ