ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

হুমকির মুখে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার

অবৈধ ইউনুস সরকারের আমলে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার গভীর সংকটে পড়েছে। সৌদি আরব ছাড়া সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ওমান—এই তিনটি গুরুত্বপূর্ণ বাজারে কর্মী পাঠানো পুরোপুরি বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকারের এক বছরেরও বেশি সময়েও এসব বাজার পুনরায় চালু করা সম্ভব হয়নি। এমনকি সৌদি আরবের বাজারেও নতুন জটিলতা তৈরি হয়েছে।

single-ad-main-1

ক্ষমতা দখলের পর থেকে গত ১৪ মাসে ১৪টি বিদেশ সফর করেছেন সুদের কারবারি ড. ইউনুস। তবে এই সফরগুলো থেকে কোন দৃশ্যমান সুফল বাংলাদেশ পায়নি। গত ফেব্রুয়ারি মাসে তিনি তার পরিবারের সদস্য ও সুবিশাল লটবহর নিয়ে আরব আমিরাত সফর করেছিলেন। সেই সফর থেকে কিছু আশ্বাস ও ফটোসেশন ছাড়া আর কোন অর্জন নেই বাংলাদেশের।

আরব আমিরাতের শ্রম বাজার বন্ধ হয়ে গিয়েছে একই সাথে বাংলাদেশিদের কোন প্রকারের ভিসা দেওয়াও বন্ধ রেখেছে আমিরাত সরকার। জুলাই আন্দোলনকে সমর্থন দিয়ে কয়েকজন প্রবাসী শ্রমিক আমিরাতের রাস্তায় বিক্ষোভ করেছিলেন যাদের পরে সেদেশের সরকার আটক করে। সেই প্রবাসীদেরদের এখনো দেশে ফিরিয়ে আনতে পারেনি আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস। বন্ধ আছে মালয়েশিয়া, ওমানের শ্রমবাজারও। মালয়েশিয়াতে ১৭ হাজার কর্মী পাঠানোর স্বপ্ন দেখালেও এখনো কোন চাহিদাপত্রই পাঠায়নি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো।

জাপানে ৫ বছরে ৫ লক্ষ লোক পাঠাবে, এই ঘোষণা দিয়ে চারিদিকে বাহবা কুড়িয়ে তৃপ্তির ঢেঁকুর তুললেও এখন পর্যন্ত মাত্র ৯৬২ জনকে জাপান পাঠাতে সক্ষম হয়েছে ইউনুসের অ-সরকার। গত ছয় মাসে একজনকেও পাঠাতে পারেনি।

single-ad-main-2

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৮ লাখ ১৩ হাজার ৬৪ জন কর্মী বিদেশে গেছেন, যা ২০২২ ও ২০২৩ সালের একই সময়ের তুলনায় যথাক্রমে ৭.৫ ও ১৭.৮৫ শতাংশ কম। সৌদি আরবেই গেছেন মোট কর্মীর ৬৭.৭ শতাংশ।

অভিবাসন খাতের সংশ্লিষ্টরা বলছেন, গত এক বছরে বন্ধ ৯টি বাজারের একটিও এখনো চালু হয়নি। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত গবেষণা ও কূটনৈতিক উদ্যোগ না নিলে জনশক্তি রপ্তানি খাত বড় ক্ষতির মুখে পড়বে।

সামগ্রিকভাবে, ইউনুসের আমলে বিদেশে বাংলাদেশের সম্মান ও ভাবমূর্তি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। নিজের ট্যাক্স ছাড়, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, জনশক্তি রপ্তানির লাইসেন্স, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স সহ নানা সুবিধা ইতিমধ্যে তিনি নিয়েছেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন